DARUL ARQAM MODEL MADRASAH

House-05, Road -15, Sector-06, Uttara,Dhaka.

ESTD : 2019

কম্পিউটার ক্লাব

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অধিকতর দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতির পর্যায়ে তথ্য প্রযুক্তি সংক্রান্ত ও কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয় আরবান কম্পিউটার ক্লাব। একাদশ ও দ্বাদশ শ্রেণির শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বিশেষ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই ক্লাবের সদস্য হিসেবে মনোনীত করা হয়। এই ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ১৫জন। কম্পিউটার ক্লাসের পাশাপাশি পূর্ব নির্ধারিত সময় বা অফ-পিরিয়ডের সময় এই ক্লাবের সদস্যরা সি প্রোগ্রামিং, কম্পিউটার হার্ডওয়্যার ও ইন্টারনেটের উপর কম্পিউটার ল্যাবে ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ পেয়ে থাকে। কম্পিউটার ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক মনির আহমেদ এবং সহযোগী হিসেবে আছেন একই বিভাগের প্রদর্শক জনাব মোঃ আজহারুল ইসলাম।